Bangladesh! 2026 35 Bangladeshi workers sent back from Russia within six months of migration, নারায়ণগঞ্জে ২৯ লাখ টাকার ভারতীয় কসমেটিক্সসহ ২ পাচারকারী আটক, চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জনের কারাদণ, হাতিয়ায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ ২ দুষ্কৃতিকারী গ্রেপ্তার, Three arrested in Narsingdi over attempted rape and violation of anti-porn law, সালথায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার, বরগুনায় চাঁদা না পেয়ে ভেকু চালককে কুপিয়েজখম, বচাঁদপুর সদরে বাসের চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত, লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, গোপালপুরে জমি সংক্রান্ত বিরোধে চাঁদাবাজির অভিযোগে হামলা গুরুতর আহত ৩, লালমোহনে মুখে বালিশচাপা দিয়ে স্ত্রীকে হত্যা স্বামী আটক, বাড়িতে ঢুকে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার, রাজশাহী নগরীতে বিপুল পরিমান মাদক-সহ ৬ কারবারি গ্রেফতার, সান্তাহারে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

2026.1.18 বরগুনায় চাঁদা না পেয়ে ভেকু চালককে কুপিয়েজখম
বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড় পাড়া গ্রামে জহিরুল ইসলাম নামে এক ভেকু (মাটিকাটামেশিন)চালককেকুপিয়েওপিটিয়েকুপিয়েওপিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে এ ঘটনা ঘটে। চাঁদানাদেওয়ায়একইগ্রামেরজাফর, ইব্রাহিমওরিয়াজসহতাদেরসহযোগীরাএইহামলা চালায়বলে জানা গেছে।
এঘটনায়ভুক্তভোগীজহিরুলেরস্ত্রীমোসা。 সুলতানাবেগমআমতলীউপজেলাবিজ্ঞসিনিয়র জুডিশিয়ালম্যাজিস্ট্রেটআদালতেমামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে তালতলী থানাকে এফআইআর (এজাহার) হিসেবে গণ্য করার নির্দেশ প্রদানকরেছেন।
মামলারআসামিরাহলেন—মো。 জাফর(৪০),ইব্রাহিম(৪৫),মো。 রিয়াজ (৩৫), মোহাম্মদ লিটন (৫০), ছগির (৩০), মোহাম্মদ সাইদুল (৩০), মোহাম্মদ আরিফ (৩০), মোহাম্মদমাজহারুল ইসলাম মাজা (৩০) ও মুহাম্মদ সোবাহান (৬০)। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিওমাদকব্যবসায়জড়িতথাকার অভিযোগআনা হয়েছে।
মামলারবিবরণীতেসুলতানাবেগমউল্লেখকরেন, তাঁর স্বামী জহিরুল ভেকু চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আসামিরা দীর্ঘদিন ধরে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন আসামিরা জহিরুলকে ঘিরে ধরে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ২নং আসামি ইব্রাহিমের হুকুমে ১নং আসামি জাফর ধারালো অস্ত্রদিয়ে জহিরুলের মাথায় আঘাত করে।
হামলায় জহিরুলের মাথার হাড় ভেঙে রক্তাক্ত জখমহয়। এ সময় অন্যান্য আসামিরা লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে তাঁর নাকের হাড় ভেঙে দেয় এবং দাঁতফেলে দেয়। এছাড়াও বুকের ওপর পিটিয়ে ফুসফুস ও হৃদপিণ্ডে মারাত্মক জখম করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রভাবশালী আসামিরা মামলা করার পর থেকেই সুলতানা বেগমও তাঁর স্বামীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। মামলার সাক্ষীদেরও বিভিন্নভাবে এলাকা ছাড়ার ভয়ভীতি ও হয়রানি করা হচ্ছে বলে জানা গেছে।
জীবনসংকটাপন্ন অবস্থায় বসবাস করা এই পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিরা প্রভাবশালী হওয়ায় ন্যায়বিচার পাওয়া নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন এবং প্রশাসনেরদ্রুতহস্তক্ষেপকামনাকরেছেন।
2026.1.18 Three arrested in Narsingdi over attempted rape and violation of anti-porn law
Police arrested three youths in Narsingdi’s Raipura upazila on charges of attempted rape and filming the incident on Saturday, registering a case under the Pornography Control Act.
Raipura Police Station Officer-in-Charge Md Mujibur Rahman confirmed this incident.
The accused are Md Rahim, 18, son of Hasan Mia of nearby Samibad village, Mahbubur Rahman, 28, son of Ayub Mia, and Trisad, 20, son of Rois Uddin of Gazipura.
According to the victim’s complaint, the accused had been harassing her for a long time. On the night of January 15, Mahbubur Rahman allegedly dragged her to a nearby haystack, where Rahim attempted to rape her. The group is also accused of filming the incident and spreading the video on social media.
After the matter became known in the area, locals detained Rahim, Mahbubur Rahman and Trisad from Gazipura Bazar and informed police. Police took them into custody, later sent them to jail through court.
The OC said that efforts are underway to arrest the remaining suspects.
2026.1.18 35 Bangladeshi workers sent back from Russia within six months of migration
They say they travelled to Russia after paying Tk 700,000
Within six months of migration, 35 Bangladeshi workers have been sent back from Russia.
A media statement issued by BRAC, citing the workers, said they were sacked without any valid reason.
The workers alleged that 120 people who migrated from Bangladesh in July were dismissed. They alleged that they were cheated after travelling to Russia by paying Tk 700,000 per person.
The first batch of the sacked workers returned on a Qatar Airways flight at 5:45pm on Sunday.
The returned workers included residents of Gaibandha, Manikganj, Mymensingh, Sirajganj, Chapainawabganj, and Dhaka.
The BRAC statement said the workers were sent by Kashipur Overseas with the certification of the Bureau of Manpower, Employment and Training.
They were employed in the construction sector though they were promised work in factories, the statement noted.
2026.1.17 গোপালপুরে জমি সংক্রান্ত বিরোধে চাঁদাবাজির অভিযোগে হামলা, গুরুতর আহত ৩
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ২ নম্বর হাদিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের করিয়াটা গ্রামে জমি সংক্রান্ত চাঁদা আদায়ের উদ্দেশ্যে পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, ২ নম্বর হাদিরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন (৩৫), পিতা সুজাত আলী এবং তার খালাতো ভাই সোহেল (৩০), পিতা তুতা মিয়া, মিলে গোপালপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ বাদশার বড় মেয়ের জামাতা ও ২ নম্বর হাদিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম খালেক ভুঁইয়ার ভাগিনা দুদু মিয়া (৬০), তার ভাই মোঃ হাফিজ (৫০) এবং তাদের ভাগিনা, মোঃ সেলিম রেজা (২৮)-এর ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মোঃ হাফিজের মাথায় একাধিক আঘাত গুরুতর হওয়ায় তাকে ও মোঃ সেলিম রেজাকে টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরে মোঃ হাফিজের অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, সোহেল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং তার মামা রিপনের সঙ্গে মিলে এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তারা গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত সুরুজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল বলেও দাবি করেছেন এলাকাবাসী।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রশ্ন উঠেছে, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে কীভাবে এসব অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
2026.1.17 লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে লৌহজং থানার একটি আভিযানিক দল উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় বেইলি ব্রিজের পশ্চিম পাশের সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন এক যুবককে থামিয়ে তল্লাশি চালানো হলে তার পরিহিত প্যান্টের পকেট থেকে তিনটি পলিথিনে মোড়ানো মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম তৈয়ব মিয়া (২৭)। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কামারখোলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম নুরুল হক মিয়া। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তারকৃত তৈয়ব মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বহন ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। একই সঙ্গে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য জেলা পুলিশের কন্ট্রোল রুমে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
2026.1.17 সালথায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার
ফরিদপুরের সালথায় এক প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে কাইয়ুম মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুপাড়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। অভিযুক্ত কাইয়ুম মোল্লা ওই গ্রামের মো. রোকন মোল্লার ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
মামলার এজাহার অনুযায়ী, কাইয়ুম মোল্লা ওই ২৮ বছর বয়সী প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করেন। সম্প্রতি ওই যুবতী গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত কাইয়ুমকে গ্রেপ্তার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “একাধিকবার ধর্ষণের ফলে ভুক্তভোগী প্রতিবন্ধী যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। অভিযোগ পাওয়ার পরপরই আমরা আসামিকে গ্রেপ্তার করেছি এবং আজ শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, ভুক্তভোগী যুবতীকে উদ্ধার করে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
2026.1.17 নারায়ণগঞ্জে ২৯ লাখ টাকার ভারতীয় কসমেটিক্সসহ ২ পাচারকারী আটক
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ২৯ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্সসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
এর আগে শুক্রবার দিবাগত গভীর রাতে গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি মিনি ট্রাক তল্লাশি করে প্রায় ২৮ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় কসমেটিক্স ও ট্রাকসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘জব্দকৃত আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে’।
2026.1.15 সান্তাহারে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থান থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার ভোর ৫ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দেবখন্ডা (ডাঙ্গাপাড়া বাজার) গ্রামের মৃত কুবাদ হোসেন মন্ডলের ছেলে আনিছুর রহমান (৪২) ও একই উপজেলার লালবাগ গ্রামের হাসান আলীর ছেলে বিপ্লব হোসেন (২২)। এ বিষয়ে সান্তাহার “খ”সাকের্লের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান,
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে ফুল প্যান্টের সামনের ডান পকেটে স্কচটেপ দ্বারা মোড়ানো নীল রংয়ের জিপার যুক্ত পলি প্যাকেট মোড়ানো অবস্থা প্যাকেটে কমলা বর্ণের অ্যামফিটামিন যুক্ত ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের পর তাদেরকে দুপুরে বগুড়া জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
2026.1.15 বাড়িতে ঢুকে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
কাজলা প্রতিনিধি: রাজশাহী নগরীতে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে ওসমান গনি ওরফে ফুয়াদ (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নগরীর কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকার একটি বাড়িতে ঢুকে অভিযুক্ত যুবক ওই নাবালিকা মেয়েকে ধর্ষণ করে। বুধবার রাতেই নাবালিকার মা কাটাখালী থানায় ওই যুবকের বিরুদ্ধে বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর বুধবার রাতেই কাটাখালী থানা-পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। মামলার এজাহারে ভুক্তভোগীর মা উল্লেখ করেন, বুধবার সকালে বাক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। দুপুরে সেখান থেকে বাড়ি ফিরে দেখেন, অভিযুক্ত যুবক তার মেয়েকে ধর্ষণ করছে। তখন তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।
বৃহস্পতিবার কাটাখালী থানার অফিসার ইনজার্জ (ওসি) সুমন কদেরী বলেন, বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবককে রাতেই গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
2026.1.15 লালমোহনে মুখে বালিশচাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
ভোলার লালমোহনে পারিবারিক কলহের জেরে রুনা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জিহাদের বিরুদ্ধে।
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুনা ওই এলাকার হাফিজুর রহমানের মেয়ে।
এদিকে, ঘটনার পরপরই স্বামী জিহাদ পালিয়ে গেলেও আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব ও পুলিশ। আটককৃত জিহাদ ওই ইউনিয়নের পাঙাশিয়া এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুনা ও জিহাদ সম্পর্কে দুজন মামাতো-ফুফাতো ভাই-বোন। গত ৭ মাস আগে পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে চলছে নানা রকমের কলহ।
বিষয়টি পারিবারিকভাবে একাধিকবার মীমাংসা করা হলেও কোনভাবেই তাদের সম্পর্ক স্বাভাবিক করতে পারেননি কেউ। প্রায় সময় স্বামী জিহাদ স্ত্রী রুনার ওপর চালায় পাশবিক নির্যাতন। ঘটনার দিন বুধবারও রুনার মা সালিশের উদ্দেশ্যে জিহাদের বাড়িতে যান। সে সময় রুনা তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন এবং জিহাদও তার নিজ বাড়িতে ছিলেন। সালিশের পরপরই জিহাদ রুনার বাড়িতে যান। এ সময় রুনার মা জিহাদের বাড়িতে ছিলেন এবং বাবা ঘরের বাইরে ছিলেন।
রুনার চাচি নূর জাহান বেগম জানান, বুধবার সন্ধ্যার দিকে রুনার ঘর থেকে শব্দ পেয়ে তিনি সেখানে যান। এরপর ঘরে ঢুকে দেখেন বিছানায় পড়ে রয়েছে রুনা। তার শরীর কম্বল দিয়ে ঢাকা ছিলো এবং বুকের ওপর একটি বালিশ রাখা ছিলো। এরপর তাকে ডাকাডাকি করে তার কোনো সাড়াশব্দ না পেয়ে কম্বল সরিয়ে দেখতে পাই রুনার গলায় নখের আঁচড়ের দাগ এবং বিছানা প্রস্রাবে ভিজে রয়েছে। তার মুখে লালা এবং রক্ত ছিলো। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে রুনাকে মৃত ঘোষণা করেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে যান লালমোহন থানা পুলিশ। তারা মৃত রুনার মরদেহ উদ্ধার করে নিয়ে থানায় যান।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে তার স্বামী জিহাদ পলাতক থাকায় তাকে তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন জিহাদ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
2026.1.14 হাতিয়ায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ ২ দুষ্কৃতিকারী গ্রেপ্তার
অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে হাতিয়া আদালতে সোপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল হাতিয়া থানাধীন ১ নম্বর ক্ষিরোদিয়া বলির ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন—হাতিয়া উপজেলার দক্ষিণ সুল্লকিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রুবেল উদ্দিন (২৪) এবং হামদ উল্লাহ গ্রামের আকবর হোসেনের ছেলে মামুন উদ্দিন (২৪)।
কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
পরবর্তীতে জব্দকৃত আলামতসহ আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে’।
2026.1.13 রাজশাহী নগরীতে বিপুল পরিমান মাদক-সহ ৬ কারবারি গ্রেফতার
রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী নগরীতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা, গাঁজা, নেশাজাতীয় সিরাপ ও ট্যাপেন্টাডল-সহ ৬জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) নগরীর মতিহার থানা ও পবা থানা অঞ্চলে অভিযান চালায় থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ৩৫ বোতল নেশাজাতীয় ট্রিপ্রোলিডিন-কোডিন সিরাপ, ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ পুরিয়ায় ১০৪ গ্রাম গাঁজা, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ১৬০ টাকা ও মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতাকৃতরা হলো: মোঃ রাজু (৩৮), সে নগরীর দামকুড়া থানার খোলাবোনা গ্রামের বাসিন্দা, মোঃ আমিনুল ইসলাম মুন্না (৪০), সে রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকার বাসিন্দা, একই থানার আব্দুল আল মামুন ওরফে ডিম বাবু (৩১), সে মহিষবাথান (উত্তরপাড়া) এলাকার বাসিন্দা, মোঃ ইসরাফীল হোসেন (২৫), সে লক্ষীপুর ভাটাপাড়া এলাকার বাসিন্দা, মোঃ আলমগীর (৪৫), সে পবা থানার ঘোলহাড়িয়া গ্রামের বাসিন্দা এবং মোঃ রবিন আলী (৩৬), সে রাজশাহীর চারঘাট থানার বালাদিয়াড় গ্রামের বাসিন্দা, (বর্তমানে মতিহার থানার ধরমপুর এলাকায় ভাড়াকরা বাড়িতে বসবাস করে।
মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, সোমবার পরিচালিত অভিযানে উপরোক্ত মাদকদ্রব্য ও মাদক বিক্রিয় কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জব্দকৃত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
2026.1.8 বচাঁদপুর সদরে বাসের চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু
চাঁদপুর সদর উপজেলায় দ্রুতগামী বাসের চাপায় রাহেলা আক্তার শান্তা (১৮) নামে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দুপুরে ঘোষেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্তা উপজেলার বড় শাহতলী গ্রামের শামছুল হুদার মেয়ে। তিনি জিলানী চিশতী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির নিয়মিত ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে রাস্তা পারাপারের সময় চাঁদপুরগামী আইদি পরিবহনের একটি বাস তাকে সজোরে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। কিন্তু ঢাকা যাওয়ার পথে বিকেল ৪টার দিকে শান্তা মারা যান।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
2026.1.6 চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে সদর মডেল থানাধীন মসজিদপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কারাদণ্ড হওয়া ব্যক্তিরা হলেন মো. তসিকুল ইসলাম তছি (৩০), মো. সাইদুর রহমান (৫০), মো. শরিফুল ইসলাম সুমন (৩২)। তিনজনই সদর মডেল থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
অভিযানকালে আসামিদের কাছ থেকে মোট ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে পৃথকভাবে ২০ গ্রাম, ২০ গ্রাম ও ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পরে উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান প্রসিকিউশন দাখিল করলে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত প্রত্যেক আসামিকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি আসামিদের পৃথকভাবে ৩২০ টাকা, ১৫০ টাকা ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

评论

发表回复

您的邮箱地址不会被公开。 必填项已用 * 标注

More posts